ফ্রিল্যান্সার হওয়ার জন্য কেন আমাদের অধ্যবসায়ী হতে হবে?


ফ্রিল্যান্সিং কিঃ

 
ফ্রিল্যান্সিং বলতে একটি কোম্পানি দারা স্বাধীন ঠিকাদার হিসাবে কাজ করা। ফ্রিল্যান্সাররা একটি প্রকল্প ও চুক্তির ভিত্তিতে বিভিন্ন কোম্পানির কাজ করে থাকে। ফ্রিল্যান্সিং এমন একটি কাজ যেখানে একজন ফ্রিল্যান্সার স্বাধীন ভাবে কাজ করতে পারে। 


সূচিপত্রঃফ্রিল্যান্সার হওয়ার জন্য কেন আমাদের অধ্যবসায়ী হতে হবে?


ফ্রিল্যান্সার হওয়ার জন্য কেন আমাদের অধ্যবসায়ী হতে হবেঃ


 ফ্রিল্যান্সিং এমন একটি কাজ যেখানে প্রচুর  ধৈর্য প্রয়োজন। কেননা আমরা জানি একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। শুধু তাই নয় ফ্রিল্যান্সিং জগতে আমাদের প্রথমত লার্নিং এর চিন্তা ভাবনা করতে হবে। কেননা লার্নিং ছাড়া আর্নিং করা সম্ভব নয়। এমনকি প্রথমত আমাদে ক্যাটােগরী সিলেক্ট করতে হবে। যে আমরা কোন ক্যাটােগরী নিয়ে কাজ করব। ফ্রিল্যান্সিং জগতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন-
  •  ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিকস ডিজাইন 
  • ওয়েব ডেভোলপার ইত্যাদি
আপনি  যদি একজন  ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট  হতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ শিখতে হবে। আপনি যে কাজ শিখা মাত্রই ইনকাম শুরু হবে তেমনটা নয়। তার জন্য প্রয়োজন পরিশ্রম। কেননা আমরা জানি একটি দেশের উন্নতির মূল কারন হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কখনো উন্নতির আসা করা যায় না।
তাই একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে । পরিশ্রম কখনো মানুষের সাথে প্রতারণা করে না । কঠোর পরিশ্রম এর ফলে ইনসাআল্লাহ একদিন-না-একদিন
সফলতা আসবে।

অধ্যবসায়ী ব্যক্তিত্বঃ

স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের কথা আমরা সকলেই জানি। রবার্ট ব্রুস ছিলেন  স্কটল্যান্ডের একজন  রাজা। তিনি ছয় ছয় বার যুদ্ধে পরাজিত হওয়ার পরেও তিনি কোন মতেই সেই হাল ছাড়েননি। কেননা রবার্ট ব্রুস একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় তিনি দেখতে পেল যে একটি মাকড়সা জাল বানাচ্ছে। কিন্তু সেই জালটি বারবার ছিড়ে যাওয়া সত্বেও মাকড়সাটি কোনমতে সেই হাল ছাড়ছে না। সেই মাকড়সাটি বারবার চেষ্টার ফলে শেষ পর্যায়ে সে জালটি বানাতে সক্ষম হয়েছিল। 
রবার্ট ব্রুস সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছিল যে একটি মাকড়সা  বারবার চেষ্টার ফলে যদি সেই জালটি বানাতে পারে তাহলে আমি কেন যুদ্ধে জয় লাভ করতে পারবো না।সেই মনোবল এবং সাহসের পরিপ্রেক্ষিতে রবার্ট ব্রুস ৭ম ও এর  বেলায় সেই যুদ্ধে জয়লাভ করে.।
রবার্ট ব্রুসের যুদ্ধে জয়লাভের মূল কারণ হচ্ছে ধৈর্য এবং মনোবল।

উপসংহারঃ

আমাদের একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য রবার্ট ব্রুস এর মত অধ্যবসায়ী হতে হবে এবংব্রুস রবার্ট এর মত মনোবল এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব।

ফ্রিল্যান্সার হওয়ার জন্য কেন আমাদের অধ্যবসায়ী হতে হবে?
 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্পোর্টস নিউজ ইনফো ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url